অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩০ নভেম্বর:
বালি মাফিয়াদের দাপটে রাস্তার বেহাল অবস্থা, সমস্যায় সাধারণ মানুষ থেকে স্কুল কলেজ পড়ুয়া। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের আলমপুর খাদান থেকে প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৪০০ বালির গাড়ি যাতায়াত করে। যার বেশির ভাগটাই ওভারলোডিং। আর তার ফলেই রাস্তার বেহাল দশা। দু বছর আগেই প্রধানমন্ত্রী সড়ক যোজনা হয়েছিল ছাতিনাশোল থেকে আলমপুর পর্যন্ত। এখন সে রাস্তা দেখলে মনে হবে কোনও খাল, বিল। পিচ রাস্তার কোনও অস্তিত্ব নেই বললেই চলে।
এই আলমপুর এলাকাটি মূলত সবজি চাষের উপর বেশি নির্ভরশীল এখানকার মানুষ। এই রাস্তার উপরেই প্রায় ৮ থেকে ৯ টি গ্রামে যাওয়ার একটাই রাস্তা এটি। না হলে প্রায় ১৫ কিলোমিটার ঘুরপথে যেতে হয় মানুষকে। রাস্তা দিয়ে কেউ বা সবজি নিয়ে যান বাজারে বিক্রি করার জন্য আবার কেউ বা কোনও কাজের সূত্রে যান গোপীবল্লভপুর। আবার সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের এই রাস্তা দিয়ে যান কলেজে।আবার বাঁকড়া শ্যামাস্মৃতি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পড়াশোনার জন্য অনেক সময় গোপীবল্লভপুর যেতে হয় এই রাস্তা দিয়ে। আবার কোনও রোগীকে গোপীবল্লবপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যেতে হলে এই রাস্তা দিয়ে যেতে হয়। কিন্তু দিনের পর দিন রাস্তার অবস্থা বেহাল হওয়ায় খুব সমস্যা হচ্ছে ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষের। প্রশাসনকে বার বার জানিয়েও কোনো লাভ হয়নি। তাই একপ্রকার বাধ্য হয়েই আজ এলাকাবাসীরা ওই এলাকায় যাতায়াতকারী অটো বাস চালকরা রাস্তা অবরোধ করেন। তাদের দাবি, যতক্ষণ না এই ওভারলোডিং বালি খাদান বন্ধ হচ্ছে, রাস্তা মেরামত হচ্ছে তারা এভাবেই আন্দোলন চালিয়ে যাবে।
রাজ্য সরকার যেখানে বালি খাদান নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে সেখানে বিএলআরও অফিসের পাশেই ওভারলোডিং গাড়ি যাতায়াত করছে। এলাকাবাসীরা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।