আমাদের ভারত, ৩০ আগস্ট: দিন কয়েক ধরেই উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীরে পাক সীমান্ত। রবিবার এলওসি বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকসেনা। সীমান্ত বরাবর পাকিস্তানের সেনার অবিরাম গোলাগুলি ও মর্টার শেলিং ফলে শহীদ হয়েছেন ভারতের একজন জুনিয়র কমিশনড অফিসারর।
রবিবার সকালে জম্মু ডিভিশনে রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে গোলাগুলি শুরু করে পাকসেনা। মূলত কালসিয়ান, খানগের এবং ভবানী এলাকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা। কালসিয়ান এলাকাতে গুলিবিদ্ধ হয়েছেন ওই অফিসার। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। ওই এলাকায় জোর কদমে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা রক্ষী বাহিনী।
অন্যদিকে গতকাল সীমান্ত এলাকায় একটি সুড়ঙ্গের কথা জানিয়েছিল বিএসএফ জওয়ানরা। জম্মুতে ভারত পাকিস্তানের সীমান্তে রয়েছে কাঁটাতারের বেড়া। তার নিচে দিয়ে করা হয়েছিল সুরঙ্গ। সেই পথেই সোজা চলে আসা যেত পাকিস্তান থেকে ভারতে। কেউ যাতে টের না পায় সেজন্য সুড়ঙ্গের মুখ ঢাকা ছিল বালির বস্তা দিয়ে। বালির বস্তায় ছিল করাচির স্ট্যাম্প। বিএসএফের তরফে জানানো হয়েছে ওই ধরনের আরো কোন সুরঙ্গ রয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে। পাক জঙ্গি তথা মাদক চোরাচালানের জন্য এই সুরঙ্গ ব্যবহার করা হতো বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে আজ সকালে শ্রীনগরের কাছে পন্থচক এলাকায়তিন কাউন্টারের খতম হয়েছে তিন জঙ্গি। তবে নিহত হয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের এএসআই। গতকাল রাতে পন্থচক এলাকায় নাকা চেকিং পোষ্টের নিয়মমাফিক টহল দিচ্ছিল সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের আধিকারিকরা। সেই সময় অতর্কিতে তাদের ওপর হামলা চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। দুপক্ষের গুলির লড়াইয়ে শহীদ হন জম্মু-কাশ্মীরে পুলিশের এএসআই। নিকেশ হয় ৩ জঙ্গি।

