Loan, women, জেলার মহিলাদের স্বনির্ভর করতে ৩১০ কোটি টাকার ঋণ বিতরণ

আমাদের ভারত, ২৬ আগস্ট: দুর্গাপুজোর আগে জেলার স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ৫০ হাজার মহিলা উপকৃত হতে চলেছেন। রাজ্য প্রশাসনের নির্দেশে জেলা প্রশাসন মোট ৩১০ কোটি টাকার ঋণ দিচ্ছে। স্বনির্ভর গোষ্ঠী গঠন ও ঋণ দেওয়ার ক্ষেত্রে জেলায় প্রথম স্থান অধিকার করেছে গড়বেতা-৩নং ব্লক। দ্বিতীয় স্থানে কেশপুর এবং তৃতীয় স্থানে খড়্গপুর-১নং ব্লক।

প্রশাসন সূত্রে জানাগেছে, গত আর্থিক বছরে জেলাজুড়ে প্রায় ২ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল। চলতি অর্থবছরে সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২ হাজার ৭০০ কোটি টাকা ধরা হয়েছে। মূল উদ্দেশ্য, জেলার মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা।

এদিন অ্যাডিশনাল ডিস্ট্রিক মিশন ডিরেক্টর ও অতিরিক্ত জেলা শাসক (কৃষি) গোবিন্দ হালদার বলেন, “মহিলারা নিপুণ হাতে কাজ করছেন। প্রত্যন্ত গ্রামের মহিলাদেরও যাতে বেশি সংখ্যক স্বনির্ভর করা যায়, সেদিকে প্রশাসন জোর দিচ্ছে। জেলার একশো শতাংশ মহিলাকে স্বনির্ভর করাই আমাদের প্রধান লক্ষ্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *