আমাদের ভারত, ১৭ নভেম্বর: রাষ্ট্রপতি হবার আগে ভারতে না এলেও ভারতবর্ষ বরাবর তার মনের মধ্যে বিশেষ জায়গা জুড়ে ছিল। “এ প্রমিসড ল্যান্ড” নামে আত্মজীবনী মূলক বইতে এমনটাই লিখেছেন বারাক ওবামা। এছাড়াও ওই বইতে তিনি উল্লেখ করেছেন তাঁর ছোটবেলা কেটেছে হিন্দু মহাকাব্য রামায়ণ মহাভারত শুনে শুনে।
ওবামা লিখেছেন, তার মনে বিরাট জায়গা জুড়ে রয়েছে ভারত বর্ষ। আমেরিকার এই প্রাক্তন রাষ্ট্রপতির শৈশব কেটেছিল ইন্দোনেশিয়ায়। নিজের আত্মজীবনীতে ভারতকে নিয়ে তার আগ্রহের কথা তিনি লিখেছেন। তিনি লিখেছেন, বিশাল আয়তন, বিশ্বের জনসংখ্যার ৬ ভাগের ১ ভাগ, দু’হাজার জনজাতি, সাতশোর বেশি ভাষায় কথা বলা হয় ভারতে। সম্ভবত সেই কারণেই এই দেশকে তার ভালো লাগে। ২০১০ সালে ওবামা মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ভারতে এসেছিলেন। কিন্তু ভারত তার হৃদয় জুড়ে বসে ছিল আগে থেকেই। তিনি লিখেছেন,” আমার ছোটবেলা কেটেছে ইন্দোনেশিয়ায় ,হিন্দু মহাকাব্য রামায়ণ ও মহাভারত শুনেছি। আর তখন থেকেই ভারত নিয়ে আকর্ষণ তৈরি হয় আমার। এছাড়াও প্রাচ্যে ধর্মের প্রতি আমি আকৃষ্ট হয়েছিলাম, আমার একদল ভারতীয় পাকিস্তানী কলেজ বন্ধু ছিল। ওরাই আমাকে ডাল কিমা রান্না শিখিয়েছিল, ওদের সঙ্গে বলিউডের ছবিও দেখেছিলাম।”
৭৬৮ পাতার আত্মজীবনী কম্পিউটারে টাইপ করেনি প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি। বরং লিখেছেন হলুদ কাগজে পেন দিয়ে। দুই খন্ডে তার এই আত্মজীবনী বাজারে আসছে। তাঁর কথায় “আমার এই বই যুব প্রজন্মের জন্য। পরিশ্রম সংকল্প ইচ্ছাশক্তি দিয়ে গোটা বিশ্বে পরিবর্তন আনার আমন্ত্রণ রয়েছে এই বইয়ে।” তিনি আহ্বান জানিয়েছেন সকলের সেরাটা উজার করে দিয়ে আমেরিকা তৈরির।