অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১০ জুলাই: আবগারি দপ্তর ও বেলিয়াবেড়া থানার যৌথ উদ্যোগে চোলাই মদ উদ্ধার। এদিন গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের লাউপাড়া, নোটা, মোহুলী সহ আরো বেশ কিছু গ্রামে চোলাই মদ উদ্ধার করল আবগারি দপ্তর ও বেলিয়াবেড়া থানার পুলিশ। এদিন গোপন সুত্রে খবর পেয়ে বেলিয়াবেড়া থানার পুলিশ ও আপগাড়ি দপ্তর লাউপাড়া, নোটা, মোহুলী, সহ আরো বেশ কিছু গ্রামে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করে। পুলিশ সুত্রে জানাগেছে মদ গুলি উদ্ধার করে সব নষ্ট করা হয়েছে।