আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৫ এপ্রি: গভীর রাতে রায়গঞ্জ শহরে নেতাজীপল্লীর এক আবাসনে মদ বিক্রি করা নিয়ে উত্তেজনা। ক্রেতার ভিড়ে উপচে পড়ছিল আবাসন, খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়, পুলিশ এসে সেই আবাসন থেকে কয়েক পেটি মদ উদ্ধার করে নিয়ে গেলেও অধরা শহরের নামী মদ বিক্রেতার ছেলে৷
শনিবার রাত প্রায় ১১ টা নাগাদ রায়গঞ্জের নেতাজীপল্লীতে এন.সি.মল্লিক আবাসনে মদ বিক্রি করা নিয়ে উত্তেজনা ছড়ায়। আবাসনের বাসিন্দাদের অভিযোগ, ওই আবাসনে শহরের এক নামী মদ বিক্রেতার একটি ফ্ল্যাট আছে৷ লকডাউন ঘোষনার পর থেকেই ওই মদ ব্যবসায়ী নিজের মদের দোকান বন্ধ রাখলেও ওই ফ্ল্যাটের থেকে মদ বিক্রি শুরু করেন। প্রতিদিনই ওই ফ্ল্যাটে মদের কালোবাজারিতে যুক্ত ব্যবসায়ীদের ভীড় বাড়ছিল বলে অভিযোগ৷ শনিবার বিষয়টি মাত্রাতিরিক্ত অবস্থায় পৌছলে প্রতিবাদ করেন আবাসনের অন্য বাসিন্দারা৷ তাদের প্রতিবাদে মদ বিক্রি বন্ধ না হওয়ায় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন৷
খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। রায়গঞ্জ থানার পুলিশ এসে বেশ কয়েক পেটি মদ উদ্ধার করে নিয়ে যায়। তবে পুলিশ আসার খবর পেয়ে আগেই গা ঢাকা দেয় ওই মদ ব্যবসায়ীর ছেলে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।