আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৩ আগস্ট: শনিবার সন্ধ্যেয় ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানা এলাকায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঝাড়্গ্রাম জেলা আবগারি দপ্তর। গতকাল সন্ধ্যের পর চুয়াগেড়া ও মাকড়ি এলাকায় তল্লাশি চালিয়ে প্রচুর বেআইনি মদ ও মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে আবগারি দপ্তরের কর্মীরা। গতকাল সন্ধ্যের পর ঘণ্টা দেড়েকের তল্লাশি অভিযানে প্রায় ৭০০ লিটার চোলাই মদ ও মদ তৈরি করার বেশকিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।

দেরিতে পাওয়া খবরে জানাগেছে, বেআইনি চোলাই মদের কারবারের বিরুদ্ধে আবগারি দপ্তরের কর্মীদের এই অভিযানে এলাকার মহিলারা এবং স্থানীয় পঞ্চায়েত ও গোপীবল্লভপুর থানার পুলিশ সম্পূর্ণ সহযোগিতা করেছে বলে আবকারি দপ্তর সূত্রে জানা গেছে।

