মথুরায় মদ মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

আমাদের ভারত, ৩১ আগস্ট: জন্মাষ্টমীর দিন বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এইদিনেই মথুরায় মদ ও মাংসের বিক্রি নিষিদ্ধ করলেন তিনি। এই বিষয়ে রাজ্যের আধিকারিকদের পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে এই ব্যবসার সঙ্গে জড়িতদের অন্য কাজের নিয়োগের বিধান দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে লখনৌতে একটি অনুষ্ঠানে যোগদান যোগী আদিত্যনাথ। সেখানে তিনি বলেন, “মথুরার মানুষকে তাদের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। সেই কারণেই মদ বা মাংস বিক্রি ছেড়ে দুধ বিক্রি করুন। অতীতে প্রচুর পরিমাণে গবাদি পশুর দুধের ভান্ডার ছিল এই মথুরা। সেই ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে হবে।”

যোগীর কথায়, “ব্রজভূমির উন্নয়নের সব ধরনের চেষ্টা করা হবে। এই বিষয়ে তহবিলের কোনও অভাব হবে না। এই স্থানকে আধুনিক প্রযুক্তির সঙ্গে স্থানীয় সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের মেলবন্ধনের চেষ্টা চালানো হবে।” একই সঙ্গে এই দুই ব্যবসায়ে জড়িতদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যোগী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অকুণ্ঠ প্রশংসা করেন। তিনি বলেন, “মোদী দেশকে সঠিক দিশায় পরিচালিত করছেন। অতীতে হিন্দুদের বিশ্বাসের যে স্থানগুলিকে অবহেলা চোখে দেখা হতো সেই সব স্থান আজ তার পুরনো গৌরব ফিরে পাচ্ছে।”

যদিও যোগীর নেওয়া মথুরায় এই সিদ্ধান্তকে বিরোধীরা উত্তরপ্রদেশে আগামী বিধানসভা নির্বাচনে হিন্দু ভোট পাওয়ার কৌশল হিসেবেই দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *