আমাদের ভারত, কলকাতা, ২৬ ফেব্রুয়ারি: ট্রামের মত কলকাতার বেসরকারি বাসও মৃত্যুশয্যায় বলে মন্তব্য করলেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটসের সাধারণ সম্পাদক তপন ব্যানার্জি।
তপনবাবু রবিবার এই প্রতিবেদককে বলেন, “ট্রামের ঘন্টার আওয়াজে ভোরবেলা ঘুম ভেঙে যেতো, আর আমরা বন্ধুরা কাছেই ময়দানে চলে যেতাম খেলতে। ট্রামের অনেক স্মৃতি জড়িয়ে আছে। ৫০-এর দশকে ১ পয়সা ভাড়া বৃদ্ধি নিয়ে কলকাতায় যা হয়েছিল, সেটা একটা ইতিহাস। বরাবরই এই রাজ্যে পরিবহনের ভাড়া বৃদ্ধি হলে কোনও একটি রাজনৈতিক দল রাস্তায় নেমে পরত। অবশ্যই এখন একটু কম দেখা যায়। আমার মনে আছে ১৯৭৫ সালে ১ আগস্ট কংগ্রেস সরকারের আমলে রাজ্যে ১০ পয়সা বাস ভাড়া থেকে ২০ পয়সা ভাড়া বৃদ্ধি হলো, আমি তখন এই পরিবহনশিল্পে নবীন। তখনও দেখেছি ভাড়া বৃদ্ধি নিয়ে কিরকম রাজনৈতিক আন্দোলন।
কেন আজ ট্রাম, বাস এক এক করে উঠে যাচ্ছে, এটা একবার ভাবা দরকার। গণপরিবহনকে জীবিত রাখতে গেলে ও মানুষকে ঠিকমতো পরিষেবা দিতে হলে এখন ভাবনার পরিবর্তনের সময় এসেছে। তা না হলে আগামী কিছুদিনের মধ্যেই বাস ও ট্রামের মত বিলুপ্ত হতে বাধ্য হবে।”
প্রসঙ্গত, ট্রামের ১৫০ বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে কলকাতার এই ঐতিহ্যযানকে বাঁচিয়ে রাখার দাবি উঠেছে। রবিবারও পুরনো ট্রাম সাজিয়ে ট্রামযাত্রা নামে একটি অভিযানের আয়োজন করা হয়।