নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৯ এপ্রিল: করোনা নিয়ে কেরল সরকারকে মডেল হিসাবে বাংলায় চাইলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। কোনও ব্যক্তি করোনায় আক্রান্ত এমন সন্দেহ হলেই সবার পরীক্ষা করতে হবে। রাজ্য সরকারের কাছে এমনই দাবি করে ফেসবুকে তা পোস্ট করলেন সিপিএমের রাজ্য সম্পাদক। তিনি জানিয়েছেন, যত বেশি পরীক্ষা হবে তত এই মারণ রোগের দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হবে। সেই সঙ্গে রোগ সংক্রমণের বিপদও কমে আসবে বলে দাবি করেন সূর্যকান্ত মিশ্র।
এ বিষয়ে কেরলের উদাহরণ টেনেছেন তিনি। কেরলে যেভাবে রাস্তায় রাস্তায় অস্থায়ী কিয়স্ক বানিয়ে বহু মানুষের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে তার উদাহরণ দিয়ে ফেসবুকে পোস্ট করে সূর্যকান্ত মিশ্র লিখেছেন, কেরল সরকার যদি এ ধরনের কিয়স্ক বানিয়ে দ্রুত অনেক মানুষের জন্য করোনা ভাইরাস পরীক্ষার নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যবস্থা করতে পারে তাহলে আমাদের রাজ্যের সরকার তা করতে পারবে না কেন? এই কাজ করার জন্য আমাদের প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাব নেই বলেও উল্লেখ করেছেন সূর্য বাবু। এখন দেখার সূর্যবাবুর এই পরামর্শকে রাজ্য সরকার কতটা গুরুত্ব দেয়।