TMC, By-election, বিজেপির মতোই গুরুত্ব স্থানীয়দের! উপনির্বাচনের ৬ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

আমাদের ভারত, ২০ অক্টোবর: বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হবার ২৪ ঘন্টার মধ্যেই উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। বিজেপির মতো তৃণমূল কংগ্রেসকেও দেখা গেল স্থানীয় নেতৃত্বের ওপরই ভরসা রাখতে। দলের দীর্ঘ দিনের সৈনিকরাই এবার প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন।

এবারের উপ-নির্বাচনে সিতাই বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন সঙ্গীতা রায়। মাদারিহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। নৈহাটিতে প্রার্থী হয়েছেন সনদ দে। হারোয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী শেখ রবিউল ইসলাম। মেদিনীপুরে তৃণমূলের প্রার্থী সুজয় হাজরা। তালডাংরা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ফাল্গুনী সিংহবাবুকে।

নৈহাটির প্রার্থী সনদ দে টাউন তৃণমূলের সভাপতি, দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত। তাই তার উপরই ভরসা রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এদিকে মেদিনীপুরে সুজয়ও তৃণমূলের অত্যন্ত পরিচিত নাম। তিনি তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি, তাকেই প্রার্থী করেছে দল। তবে হাড়োয়ায় কাকে প্রার্থী করা হবে তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। বসিরহাটের সাংসদ হাজী নুরুল ইসলামের পদত্যাগের পর খালি হওয়া বিধানসভা আসনের দাবিদার ছিলেন অনেকেই। বসিরহাট লোকসভায় জয়ী হওয়ার পর তিনি বিধায়ক পদ ছেড়েছিলেন। তার শূন্যস্থানে প্রার্থী বাছাইয়ে দলীয় নেতৃত্বকে ভাবনায় পড়তে হয়েছে বলে খবর। শোনা যাচ্ছে প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন প্রয়াত তৃণমূল সাংসদের দুই পুত্র, তার বড় ছেলে আনারুল ও মেজো ছেলে রবিউল। এছাড়া কলকাতার মেয়র তথা পুরো মন্ত্রী ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শনীর নাম নিয়েও আলোচনা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত রবিউল ইসলামকেই প্রার্থী ঘোষণা করলো দল।

মেদিনীপুরেও তৃণমূল কাকে প্রার্থী করে তা নিয়ে কৌতুহল ছিল। শেষ পর্যন্ত সুজয়ের নাম ঘোষণা করা হয় দলের তরফে। জুন মালিয়া যখন মেদনীপুরের বিধায়ক ছিল তখন সুজয়ের সঙ্গে তার বিবাদ ছিল বলে শোনা যায়।তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিবাদ মিটিয়ে একসঙ্গে দলের কাজ করেছেন দু’জন। গত লোকসভায় জুনকে প্রার্থী করা হলে তার হয়ে নির্বাচনে খেটেছেন সুজয়।

সুজয় একাধারে একজন ব্যবসায়ী, অন্যদিকে সক্রিয় রাজনীতিবিদ। তবে এই প্রথম সে নির্বাচনে লড়বে। তৃণমূল প্রতিষ্ঠা হওয়ার পর তৃণমূল ছাত্র পরিষদের সদস্য পদ গ্রহণ করে তৃণমূলের সঙ্গে পথ হাঁটা শুরু করেছিলেন সুজয়। ২০০২ থেকে ২০১৬ পর্যন্ত জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক, পরে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক। ২০২১- এ মেদনীপুর সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব পান। বর্তমানে তিনি জেলা সভাপতি। এবার তিনি দলের প্রার্থী।

যে ছয়টি আসনে উপনির্বাচন হবে তার মধ্যে ২০২১ সালে বিজেপি জিতেছিল মাত্র একটিতে। মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে লড়ে জয় পেয়েছিলেন মনোজ টিগ্গা। সাংসদ হওয়ায় সেখানে ভোট গ্রহণ হবে আবার। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে রাহুল লোহারকে। তার বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করল জয় প্রকাশকে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ৬ আসনে ভোট হবে ১৩ নভেম্বর। ফল ঘোষণা হবে ২৩ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *