মণিপুরের মতো মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকল মালদা, ভরা হাটে ২ আদিবাসী মহিলাকে নগ্ন করে মারধর, কেন চুপ মমতা? সরব সুকান্তরা

আমাদের ভারত, ২২ জুলাই: মণিপুরের মতো পশ্চিমবঙ্গের মালদাও এবার সাক্ষী থাকল মধ্যযুগীয় বর্বরতার। ভরা হাটে দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে মারধরের ঘটনা ঘটেছে মালদার বামন গোলায়। আর এই ঘটনাকে হাতিয়ার করে পুলিশ ও তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে বিজেপি। একের পর এক টুইট করে খোঁচা দিয়েছেন সুকান্ত মজুমদার, অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায়রা।

মণিপুরে নারী নির্যাতনের ঘটনা নিয়ে যখন তৃণমূল কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সরব, তখনই পশ্চিমবঙ্গের মালদার বামনগোলায় দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে মারধর করার অভিযোগে সরব হলো বিজেপি। বিজেপির অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছে পুলিশও। তবে আগে এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের না হলেও ঘটনার ভিডিও ভাইরাল হতেই তদন্ত শুরু করে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে।

বিজেপির তরফে অভিযোগ, বামনগোলার পাকুয়াহাটে দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে নির্মমভাবে মারধর করা হয়। অকথ্য অত্যাচার করা হয় তাদের ওপর। পুলিশের সামনে গোটা ঘটনা ঘটে, কিন্তু পুলিশ কোনো ভূমিকা পালন করেনি। বরং আর পাঁচটা ঘটনার মতো নিরব দর্শক হয়ে দেখেছে।

ওই নক্কারজনক ঘটনার ভিডিও টুইট করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতৃত্ব সরব হয়েছেন। দাবি করা হচ্ছে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ঘটনাটি ঘটেছে ১৯ জুলাই। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয় এই ঘটনায় কাঁদছে না। তিনি এখনো পর্যন্ত এই বর্বরতার বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়ায় জানাননি বলে সমালোচনা করেছেন তারা।

Another horrific incident with the Tribal women in WB.

Two Tribal women were stripped naked & beaten mercilessly in Malda.

Like other heinous incidents, Didi is silent & not taking any action in her own rule.

Why I.N.D.I.A. isn’t condemning this?

*Dr. Sukanta Majumdar*, State President

সুকান্ত মজুমদার লিখেছেন, “পশ্চিমবঙ্গে উপজাতি সম্প্রদায়ের মহিলাদের সাথে আরেকটি ভয়ঙ্কর ঘটনা। মালদায় দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে নির্দয়ভাবে মারধর করা হয়েছে। আর অন্যান্য জঘন্য ঘটনার মত, দিদি নীরব এবং নিজের নিয়মে কোনো ব্যবস্থা নিচ্ছেন না।” তিনি প্রশ্ন করেছেন, “কেন I.N.D.I.A. এটা নিন্দা করছে না?”

লকেট চট্টোপাধ্যায় টুইটারে ভিডিও পোস্ট করে লিখেছেন, “মণিপুর হোক বা পশ্চিমবঙ্গ, এটা রাজ্যের ব্যাপার নয়। রাজনীতি, জাতি-ধর্ম নির্বিশেষে এই দেশের প্রতিটি মেয়েই সম্মানের দাবিদার।প্রয়োজনীয় তথ্য-প্রমাণ অনুযায়ী পশ্চিমবঙ্গে নারীদের কিভাবে লাঞ্ছিত করা হয় তার মর্মান্তিক ও ভয়াবহ দৃশ্য রয়েছে।”

It is not matter of states whether MANIPUR OR WEST BENGAL every daughter of this country deserves respect irrespective of politics,cast and creed.
As per concerned of the required evidence here are the shocking and horrific visuals of how women are assaulted in OF MALDA WB

– *Locket Chatterjee,* General Secretary & MP, Hooghly

এই ঘটনা সামনে আসতেই বিতর্কের ঝড় উঠেছে রাজ্যজুড়ে। ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ জানিয়েছে, হাটে চুরির অভিযোগকে কেন্দ্র করে মারধর ও জামাকাপড় ছিঁড়ে দেওয়ার ঘটনা ঘটে। তবে এরপর কোনো পক্ষই পুলিশে কোনো রিপোর্ট করেনি। গতকাল সোশ্যাল মিডিয়া মারফত ভিডিওটি পুলিশের নজরে আসে। তারপর পুলিশ নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

ওদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লেবু বিক্রি করতে বামনগোলার পাকুয়াহাটে গিয়েছিলেন দুই আদিবাসী মহিলা। হাটেই তাদের চোর সন্দেহে মারধর করা হয়।

হাওড়ার পাঁচলার পর মালদার বামনগোলার ঘটনা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। হাওড়ার পাঁচলায় ভোটের দিন বুথের ভেতর বিজেপির মহিলা প্রার্থীকে নিগ্রহের অভিযোগ তুলেছে বিজেপি। বুথের ভিতরে মারধরের পর তার পোশাক ছিঁড়ে ফেলে তার শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। তবে পুলিশের ডিজি জানিয়েছেন, এই অভিযোগের প্রেক্ষিতে এখনো কোনো তথ্যপ্রমাণ মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *