আমাদের ভারত, ২৫ নভেম্বর: তৃণমূলের জাতীয় কর্ম সমিতির বৈঠকে দলের রাজ্যসভার সদস্য সুখেন্দু শেখর রায়কে আমন্ত্রণ না জানানোর কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বৈরাচারী শাসক বলে আক্রমণ শানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে কথা বললেই মুখ বন্ধ করার চেষ্টা চলবে এটা স্বৈরাচারী শাসকের বৈশিষ্ট্য।
সুকান্তবাবু বলেন, যে কোনো স্বৈরাচারী শাসকের নিয়মই হচ্ছে, আপনি তাঁর বিরুদ্ধে কথা বললে সে আপনাকে আর ডাকবে না। এটাই স্বৈরাচারী শাসকের বৈশিষ্ট্য। পৃথিবীর ইতিহাসে আমরা এরকম বহু স্বৈরাচারী শাসক দেখেছি। উগান্ডার ইবি আমিন থেকে শুরু করে উত্তর কোরিয়ার কিম জং’কে। আমাদের এখানে তার একটি লাইট ভার্সন আছে। ইতিহাস এদের জায়গা মত স্থান করে দেয়।
একইসঙ্গে নাম না করে রাজ্য বিজেপির সভাপতি বদল নিয়ে তথাগত রায়ের মন্তব্যের জবাব দেন তিনি। সুকান্ত মজুমদার বলেন, শনি পূজায় সারাদিন বক্স বাজে। তাতে কী গান বাজছে কেউ খেয়াল করে না। ওরকম কিছু বক্স আছে যারা বাজতেই থাকে। আমাদের দলে রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া মেনেই রাজ্য সভাপতি নির্বাচন করা হবে। তার আগে পর্যন্ত আমাকে কাজ চালিয়ে যেতে বলা হয়েছে, আমি সেই কাজ করছি।