আমাদের ভারত, ১ জানুয়ারি:দেশের একটি মানুষও গৃহহীন থাকবেন না। নতুন বছরের প্রথম দিনে ছটি রাজ্যের লাইটহাউস প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এই বার্তাই দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে বিরোধী দল কংগ্রেস তথা ইউপিএ সরকারের সমালোচনা করে মোদী বলেন, পূর্ববর্তী সরকার দেশের জন্য যে বাড়ি তৈরির প্রকল্প নিয়েছিল তাতে এই ধরনের প্রযুক্তিকে কখনো গুরুত্বই দেওয়া হয়নি। এলএইচপি প্রকল্পে ইন্দোর,চেন্নাই,রাচি, আগরতলা, রাজকোট এবং লখনৌর মতো ছয়টি শহরে এক হাজারটি করে বাড়ি তৈরি হবে।
এই প্রকল্পে নতুন এক ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই নতুন প্রযুক্তিতে যেমন তাড়াতাড়ি বাড়ি তৈরি হবে ঠিক তেমনি খরচও কম পড়বে। কিন্তু বাড়িগুলি যথেষ্ট টেকসই ও আরামদায়ক হবে।
শুক্রবার এই প্রকল্পের শিলান্যাস করে প্রধানমন্ত্রী জানান,” গ্রামাঞ্চলেও দু’কোটি বাড়ি তৈরি করা হবে। আমি আশাবাদী সবার জন্য আমরা বাড়ি নিশ্চিত করতে পারব।”
ইউপিএ সরকারকে নিশানা করে মোদী বলেন, আগের সরকার এই খুটিনাটি বিষয় এবং নির্মাণের গুণমান নিয়ে কখনো চিন্তা করেনি। প্রযুক্তির এই পরিবর্তন যদি গ্রহণ না করি, সবার জন্য বাড়ি তৈরি করা কঠিন হবে। সেই জন্যই এই নতুন প্রযুক্তি আজ গ্রহণ করেছে দেশ।
প্রধানমন্ত্রী জানান, পঞ্চাশটি বহুজাতিক সংস্থা এই প্রকল্পে অংশগ্রহণ করছে। গরীব তথা নিম্নমধ্যবিত্তদের এই নয়া প্রযুক্তিতে মজবুত তৈরি বাড়ি দেওয়া সম্ভব হবে।