আমাদের ভারত, পূর্ব বর্ধমান, ৬ ফেব্রুয়ারি: পাঁচ লাখ টাকা চেয়ে চিঠি গেল একটি পরিবারে। সেই টাকা না দিলে বাড়ির ছোট ছেলে অসুবিধায় পড়বে। চিঠিতে আরো লেখা” জয় বজরংবলি, আমরা মাওবাদী”। এই চিঠি পাওয়ার পরেই ঘুম উড়ে গেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার বনপাস পঞ্চায়েতের আমবোনার হাজরা পরিবারে।
স্থানীয় ও হাজরা পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে দশটা নাগাদ বাড়ির সদর দরজা বন্ধ করতে যান হাজরা পরিবারের ছোট ছেলে অয়ন হাজরা। সেই সময় দেখেন দরজার ভিতরে একটা খাম পড়ে আছে। সেই খাম খুলে তিনি দেখেন ভিতরে একটা সাদা কাগজ আছে। ওই কাগজে লেখা আছে ‘জয় বজরং বলি, আমরা মাওবাদী। আপনার গৃহকর্তা ৪০-৫০ লাখ টাকা রেখে গেছেন,সেই টাকা থেকে আমাদেরকে ৫ লাখ টাকা দেবেন,নাহলে বাড়ির ছোট ছেলে অসুবিধায় পড়বে। আর এই টাকাটি আমবোনা গ্রামের বেল তলায় এনে রাখবেন সেখান থেকে সংগ্রহ করে নেওয়া হবে।’
সেই চিঠি পাওয়ার পরেই চিন্তায় ঘুম উড়ে যায় পরিবারের। বিষয়টি জানিয়ে ভাতার থানায় অভিযোগ দায়ের করেছে হাজরা পরিবার। ভাতার থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

