সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ জানুয়ারি: তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে তোলাবাজ অভিহিত করে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ পবিত্র মকর স্নান সেরে মন্তব্য করেন বিগত বারো বছরের তৃণমূলের সব পাপ ধুয়ে যাক। ভগবানের কাছে তার এই কামনা।

আজ সকালে দামোদর নদে মকর স্নান সেরে সায়ন্তিকার উদ্দেশ্যে তিনি বলেন, উনি হলেন ভাইপোর দূত। বিধানসভা ভোটে বাঁকুড়ার মানুষ যাকে তাড়িয়েছে তিনি কিসের লোভে এখানে পড়ে আছেন। উনি অনেক বড়ো স্বপ্ন দেখছেন, তা দেখুন। বাঁকুড়ার মানুষ বারে বারে বুঝিয়ে দিয়েছেন তারা ওই সব দূত ভূতদের পছন্দ করেন না। আসলে ভাইপো ওকে পাঠিয়েছে বালির তোলা তুলতে। রবিবার দামোদর নদের দুর্গাপুর ব্যারেজে মকর সংক্রান্তির পূণ্য স্নান করে সৌমিত্র তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করে বলেন, আজ এই পূণ্য দিনে কামনা করলাম পশ্চিমবঙ্গে গত ১২ বছরে তৃণমূলের করা সব পাপ ধুয়ে যাক।’ একই সঙ্গে সৌমিত্র খাঁয়ের দাবি, তৃণমূলের উপর তলার থেকে প্রত্যেকটা নেতা মহাপাপী। যুবরাজ হলেন পাপের রাজা। তাই ধংস অনিবার্য।

তিনি বলেন, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তৃণমূল বলে কোনো প্রার্থী থাকবে না। দেখবেন প্রতিটা বুথে ওদের ৪ টে প্রার্থী থাকবে আর অন্য দিকে বিজেপির প্রার্থী থাকবে। তৃণমূল নিজেদের মধ্যে লড়াই করে শেষ হবে। আর বিজেপির হাত ধরে নতুন পশ্চিমবঙ্গের শুভ সূচনা হবে পঞ্চায়েত নির্বাচনের পর থেকে। এদিন তিনি বড়জোড়ার মন্ডল সভাপতি গোবিন্দ ঘোষ সহ দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মকর স্নান সারেন। তিনি বলেন, সুকান্ত শুভেন্দু জুটি বাংলা থেকে ভূতেদের তাড়াবেন। খুব শীঘ্রই বড়ো দুটো চোর ধরা পড়বে বলে এদিন তিনি মন্তব্য করেন।

