জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৮ জুলাই: রাজ্য সরকার যে ছাব্বিশ হাজার ক্লাবকে এক লক্ষ টাকা করে দিয়েছে সেই ক্লাব গুলির এই করোনা পরিস্থিতিতে কিছু করে দেখানো প্রয়োজন বলে মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার সকালে তিনি প্রাতঃভ্রমণে বেরিয়ে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে একটি চায়ের দোকানে চায়ে পে চর্চায় বসেন। তার সঙ্গে ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতো, ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম।
দিলীপ ঘোষ বলেন, ২৬ হাজার ক্লাব’কে ১ লক্ষ করে টাকা দিয়েছে রাজ্য সরকার। এই সময় ক্লাবগুলি কিছু করুক। সাধারণ মানুষের একটি অংশ করোনা নিয়ে এখনো সচেতন হয়নি। অনুদানপ্রাপ্ত ক্লাবগুলি সেই কাজ করতে পারে। কারণ তাদের সচেতন করা খুবই প্রয়োজন। দিলীপ ঘোষ বলেন, যেখানে যেখানে করোনা হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার করা হবে সেই এলাকাগুলি নিয়ন্ত্রিত করতে হবে। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে কিন্তু এরাজ্যে তা মানা হয়নি।