পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩১ মার্চ: রাজ্যজুড়ে আইনি বিশৃঙ্খলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সুকান্তর। শুক্রবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিষয়টি জানাবার পাশাপাশি ঘটনা জানিয়ে একটি চিঠিও লেখেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। যে ঘটনা জানিয়ে একটি টুইটও করেছেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার রামনবমীর মিছিল ঘিরে হাওড়া এবং ডালখোলায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অগ্নিসংযোগ থেকে শুরু করে তৃণমূল বিধায়কের গাড়ি ভাঙ্গচুর সবটাই ঘটে। ঘটনায় উত্তর দিনাজপুরে একজনের মৃত্যুও হয়েছে বলে দাবি করেছেন সেখানকার বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। যেসব ঘটনা নিয়েই উদ্বিগ্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যা নিয়ে সুকান্তকে টেলিফোন করে খোঁজও নিয়েছেন অমিত শাহ। শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন সাংসদ সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার বলেন, পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কথা হয়েছে। তিনি যথেষ্টই উদ্বিগ্ন। কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা যে একেবারেই ভেঙে পড়েছে সে বিষয়টিও চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার।

