কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর,
২৪ অক্টোবর: আজ ২৪ অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ দিবস অর্থাৎ ইউনাইটেড নেশনস ডে। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ তৈরি হয়েছিল। সারা বিশ্ব এবং দেশের সাথে এই দিনটি যথাযথ মর্যাদার সাথে পালিত হল ঘাটাল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে। জাতি সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এই দিন আইনি সচেতনতা শিবির আয়োজিত হয়। সাধারণ আইনি সচেতনতা এবং গ্রামীণ উন্নয়ন নিয়ে আলোচকরা বক্তব্য রাখেন। সমাজে মহিলারা এবং সাধারণ মানুষ কিভাবে আইনি সহায়তা পেতে পারেন সেই বিষয়ে বলেন বিচারকরা।
ছিলেন ঘাটাল মহকুমা আদালতে অ্যাডিশনাল ডিস্ট্রিক অ্যান্ড সেশন জজ সঞ্জয় কুমার শর্মা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেরিং ওয়াংচুক ভুটিয়া। এছাড়াও ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাঝি সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং অন্যান্যরা। এদিন কিছু দুঃস্থ পরিবারের হাতে ডিজাস্টার ম্যানেজমেন্টের কিট তুলে দেওয়া হয়।