মিলন খামারিয়া
আমাদের ভারত, কৃষ্ণনগর, ৩১ জুলাই: ‘জলকর মথুরাপুর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ পক্ষ থেকে একটি আইনি সচেতনতা শিবির এবং চারা গাছ বিতরণ করা হল। নদীয়া জেলার ভীমপুর থানার অন্তর্গত এই স্বেচ্ছাসেবী সংস্থাটি এলাকায় বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি করে থাকে সারা বছর। এই সংস্থার পক্ষ থেকে আজকে একটি আইনি সচেতনতা শিবির এবং চারাগাছ বিতরণ করা হলো।
এই আইনি সচেতনতা শিবির শুরু হয় দুপুর তিনটা থেকে এবং চলে সন্ধ্যা ছটা পর্যন্তl উপস্থিত ছিলেন সিভিল জজ জুনিয়র ডিভিশন অ্যাডিশনাল কোর্টের সেজুতি ভট্টাচার্য এবং কৃষ্ণনগর লিগাল এইড ডিফেন্স কাউন্সিল এসিস্ট্যান্ট প্রমেলা কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন নদীয়া জেলার মানবাধিকার সংগঠন ‘সিপিডিয়ার’-এর মানবাধিকার কর্মী সীতারাম সিংহ রায় এবং এই সংস্থার সম্পাদক রাজু মন্ডল।
প্রথমে আইনি সচেতনতার বিভিন্ন বিষয় তুলে ধরা হয় সাধারণ মানুষের সামনে, বিশেষ করে নারী পাচার থেকে শুরু করে সাইবার ক্রাইম এবং অন্যান্য বিষয় I এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন জায়গা থেকে মহিলারা অংশ নেন।
এই অনুষ্ঠানের পাশাপাশি প্রায় ৫০ জনকে চারাগাছ বিতরণ করা হয় সংস্থার পক্ষ থেকে। পরিবেশের ভারসাম্য বজায় রাখবার জন্য চারা গাছ লাগানো বিশেষ প্রয়োজন বলে জানান সংস্থার সম্পাদক রাজু মন্ডল। সেইজন্যই চারা গাছ দেওয়া হলো বলে জানান তিনি। পাশাপাশি এই এলাকায় আরও বৃক্ষরোপন করা হবে বলেও জানান তিনিI
এদিন আদিবাসী নৃত্যানুষ্ঠানও রাখা হয়। এই অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল যথেষ্ট চোখের পড়ার মতো। পাশাপাশি এলাকার মানুষ ও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এই ধরনের অনুষ্ঠানকে। আরও বিভিন্ন স্থানে এমন কর্মসূচি নেওয়া হবে বলেও জানান সংস্থার সম্পাদক।