Awareness camp, Midnapur, শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন- এর উদ্যোগে আইনি সচেতনতা শিবির ও দুঃস্থদের কম্বল বিতরণ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ ডিসেম্বর: বড়দিন উপলক্ষে জঙ্গলমহলের সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি ও বাল্য বিবাহ বিষয়ে আইনি অবগতি সহ দুঃস্থ ও বয়স্কদের মধ্যে কম্বল বিতরণের মধ্যে দিয়ে বড়দিন উদ্যাপন করে শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সবার মধ্যে আনন্দ ভাগ করে নিতে হবে, তাই অর্গানাইজেশন- এর উদ্যোগে পশ্চিম মেদিনীপুর এর খড়্গপুর গ্রামীনের বড়খাগড়া গ্রামে প্রায় দেড় শতাধিক মানুষকে নতুন কম্বল দেওয়া হয়। ২৪ ডিসেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত এই অনুষ্ঠান হয়। মানুষজনের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।

সুন্দর ব্যবস্থাপনায় কম্বলগুলি দুঃস্থ বৃদ্ধ- বৃদ্ধাদের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিশুর অধিকার ও সুরক্ষা বিষয়ে আলোচনা করা হয়। বাল্য বিবাহ প্রতিরোধ আইন, বয়স্কদের আইন, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কার্যপ্রণালী, বিনা ব্যায়ে আইনি পরিষেবা কীভাবে পাওয়া যায়, শিশু শ্রম ইত্যাদি বিষয়ে আলোচনা করেন বিচারক তথা সচিব জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ পশ্চিম মেদিনীপুর সাহিদ পারভেজ।

গ্রামবাসীদের জন্য সরকারি পরিষেবা কী কী আছে ও আইনি বিষয়ে মূল্যবান বক্তব্য তুলে ধরেন খড়্গপুর ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন দাস। আলোচনা করেন বিশিষ্ট সমাজসেবী মঙ্গল মান্ডি, প্রধান শিল্পী মাহাত ও সুমিত্রা মেদ্দা। ব্লকের বিপর্যয় মোকাবিলা আধিকারিক অজিত গাঙ্গুলি বিপর্যয় সংক্রান্ত আইন ও সরকারি পরিষেবা সম্পর্কে ভাষণ দেন। অর্গানাইজেশনের সম্পাদিকা রীতা বেরা নারী স্বাধীনতা, নারী স্বশক্তিকরণ, নারীদের আর্থ সামাজিক উন্নয়ন বিষয়ে মূল্যবান মতামত প্রদান করেন।অনুষ্ঠানটি সুষ্ঠু ভাবে পরিচালনা ও ব্যবস্হাপনা করেন অধিকার মিত্র ডাঃ বাসুদেব চক্রবর্তী। উপস্হিত ছিলেন স্হানীয় খাগড়া সাতমণী সংঘ ক্লাবের সমাজসেবী তারকনাথ ঘোষ, দেবনাথ ঘোষ।

শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদিকা রীতা বেরা, সভাপতি দীপান্বিতা খাঁন, এছাড়াও অন্যান্য সদস্যদের মধ্যে উপস্হিত ছিলেন ডালিয়া চক্রবর্তী, দেবলীনা চ্যাটার্জি, শর্মিষ্ঠা চৌধুরী, অর্পিতা অধিকারী, অর্পণা দাস, হাসি মান্না সহ বিশিষ্ট সমাজসেবী এ ডি বর্মণ।

এই প্রয়াসকে গ্রামের মানুষ খুব প্রশংসা করেছেন। শেষ পর্যায়ে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে দুঃস্হ ও অসহায় গ্রামবাসীদের পাশে সকলে থাকার অঙ্গীকার করে কার্যক্রমটির সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *