নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৪ জানুয়ারি :
প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখানো নিয়ে মহম্মদ সেলিমেকে কটাক্ষ করলেন রাহুল সিনহা। তিনি বলেন, ওদের এ রাজ্যে আর কি আছে। এমনিতেই ওদের মুখ কালো হয়েগিয়েছে। তারপরেই বামপন্থীর কড়া হুঁশিয়ারি দিয়ে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক বলেন, যারা কালো পতাকা দেখাতে আসবেন তারা ভেবেচিন্তে আসবেন। প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখাতে গিয়ে নিজেদের হাত, পা না কালো হয়ে যায়। শনিবার রাজ্য সদর দফতরে বসে মহম্মদ সেলিমকে এই ভাষাতেই হুঁশিয়ারি দেন রাহুল সিনহা।
প্রসঙ্গত, ১১ জানয়ারি রাজ্য সফরে আসবেন প্রধানমন্ত্রী। তার আগে আলুমুদ্দিনে মোদীকে কালো পতাকার কথা শুনিয়ে রাজ্য রাজনীতি গরম করলেন মহম্মদ সেলিম। পাল্টা বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহাও সেই গরমের রাজনীতির উত্তাপ আরও বাড়িয়ে দিলেন।