Toto, Garhbeta, টোটো রেজিস্ট্রেশনের জন্য বরাদ্দ ফি’র বিরুদ্ধে গড়বেতায় আন্দোলন বামেদের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ নভেম্বর: সরকারের ফতোয়ার বিরুদ্ধে টোটো চালকদের নিয়ে সিআইটিইউ- এর নেতৃত্বে তীব্র আন্দোলন। গড়বেতা তিন নম্বর ব্লকের বিডিও অফিসে ডেপুটেশন। এই আন্দোলন নিয়ে বলতে গিয়ে বাম নেতা সনৎ চক্রবর্তী বলেন যে, জাতীয় সড়কে টোটো উঠতে দেয় না। বড় রাস্তায় টোটো উঠলে রাজ্য পুলিশ অনেক সময় সমস্যা তৈরি করে। এর বিরুদ্ধেই আমাদের আন্দোলন।

টোটো চালকরা যে রাজনৈতিক ভাবধারায় বিশ্বাসী হোক না কেন আমরা তাদের পাশে থাকবো। টোটো চালকরা আর্থিকভাবে স্বাবলম্বী হলে টোটো চালাতেন না। তাই টোটো চালকদের পাশে আমরা থাকবো। কারণ আমরা বামপন্থী ভাবধারায় বিশ্বাসী। টোটোর রেজিস্ট্রেশন নিয়ে রাজ্য সরকারের নির্ধারিত ২২০০ টাকা নিয়েও এদিন এক হাতে নেন বাম নেতা সনৎ চক্রবর্তী। তিনি আরও জানান, টোটোর নাম্বার প্লেট অবশ্যই থাকা উচিত। রেজিস্ট্রেশন অবশ্যই থাকা উচিত। একটা সরকারিভাবে রেকর্ড অবশ্যই থাকা উচিত। কিন্তু একটা টোটোর জন্য ২২০০ টাকা সরকারিভাবে প্রতি বছর ফি এটার বিরোধিতা আমরা করবো। অনেকেরই এই আবহে মনে পড়ে যাচ্ছে চন্দ্রকোনা রোডে কিছুদিন আগে পুলিশের টোটো ভাঙ্গচুরের ঘটনাটি।

এদিন অবশ্য এর পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, বিষয়টি সরকারি সিদ্ধান্ত। তাই এই নিয়ে কোনো মন্তব্য করবো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *