সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ জুলাই: জাত-ধর্ম-ভাষা নিয়ে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষজনের ওপর বাংলাদেশি তকমা দিয়ে প্রশাসনের পক্ষ নির্যাতনের অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদে আজ সকালে বামপন্থী শ্রমিক সংগঠনগুলির উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এছাড়াও নির্বাচন কমিশন বিজেপি দলের রাজনৈতিক অভিসন্ধি পূরণ করতে বিহারের ৭১লক্ষ সহ বিভিন্ন রাজ্যে কোটি কোটি মানুষের ন্যায্য ভোটাধিকার কেড়ে নিতে উদ্যত হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধেও তীব্র ধিক্কার জানানো হয়।
বাঁকুড়া স্টেশন মোড়ে আয়োজিত সভায় বক্তব্য রাখেন প্রতীপ মুখার্জি, উজ্জ্বল সরকার, তপন দাস (সিআইটিইউ), ভাস্কর সিংহ ও সঞ্জু বরাট (এআইটিইউসি), বাবলু ব্যানার্জি (এআইসিসিটিইউ), সুনীল পাত্র ও শান্তনু অধূর্য্য (ইউটিইউসি) ও সত্য মুখার্জি (বাঁকুড়া জেলা লরি ড্রাইভারস অ্যান্ড ক্লিনার্স ইউনিয়ন)।