নীল বনিক, আমাদের ভারত, ১৪ মে: পরিবার পিছু ৭ হাজার ৫০০ টাকা দিতে হবে। আর এইদাবি নিয়ে বৃহস্পতিবার কলকাতার এন্টালিতে বিক্ষোভ দেখালেন বামফ্রন্টের কর্মী সমর্থকরা। এদিন এন্টালি মার্কেটের সামনে প্রথমে জমায়েত হন কলকাতার বামফ্রন্টের কর্মী সমর্থকরা। তারপর সামাজিক দূরত্ব বজায় রেখেই কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন সিপিএমের কর্মীসমর্থকরা।
হাতে লাল পতাকা নিয়ে এন্টালির মোড়ে দাঁড়িয়ে পরিবার পিছু ৭ হাজার ৫০০ টাকা দেবার দাবি জানান বামকর্মী সমর্থকরা। আয়কর দেয় না এমন পরিবারদের মাসিক ভাতা দিতে হবে বলে দাবি তাদের। এছাড়াও রাজ্যের রেশন ব্যবস্থা অবিলম্বে ঠিক করতে হবে। সকলের জন্য রেশনের দাবিতে স্লোগান দেন তাঁরা।