সাথী দাস, পুরুলিয়া, ২২ জুন: ঝালদায় পুরসভা উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থীর সমর্থনে মিছিল করল বামফ্রন্ট। কংগ্রেস প্রার্থী তথা নিহত তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুর সমর্থনে মিছিলে হাত চিহ্নে ভোট দেওয়ার স্লোগান দেয় বামেরা। কিন্তু তাদের হাতে ছিল সিপিএম, ফরওয়ার্ড ব্লক সহ বাম শরিকের পতাকা। ছিল না মিঠুনের নামে কোনও ফ্লেক্স, ব্যানার। এতে খানিকটা ‘ধরি মাছ না ছুঁই পানি’র সামিল বলে মনে করছেন ঝালদাবাসী।
২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী তথা নিহত তপন কান্দু প্রথম দিকে ফরওয়ার্ড ব্লক দলের নেতা ছিলেন। পরে সেই দল থেকে কাউন্সিলর হয়েছিলেন। পরে দল বদল করলেও তপন খুনের তীব্র প্রতিবাদ করে বামফ্রন্ট। তাঁকে শ্রদ্ধা জানাতে প্রার্থী না দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল বামেরা। সেই কারণে ঝালদা ২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে প্রার্থী না দিয়ে নিহত কাউন্সিলরের পরিবারের প্রার্থীকে সমর্থন করেছে। ঝালদার মত শান্তিপূর্ণ জায়গায় কাউন্সিলর খুনের প্রতিবাদে ও নিহত পরিবারের পাশে দাঁড়াতেই যেমন প্রার্থী দেয়নি বামফ্রন, তেমনই ওই পরিবারের পক্ষ থেকেও ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের কাছে আবেদন করেছিল প্রার্থী না দেওয়ার। তাই আজ পরিবারের প্রার্থী মিঠুন কান্দুর সমর্থনে ২ নম্বর ওয়ার্ডে মিছিল করে ভোট দেওয়ার আবেদন করল বামফ্রন্ট। মিছিলে ছিলেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ধীরেন্দ্রনাথ মাহাতো, দেবরঞ্জন মাহাতো, অজিত সাহু, সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শ্যামল মাহাতো, উজ্জ্বল চট্টরাজ প্রমুখ।
ধীরেন্দ্রনাথ মাহাতো বলেন, “তপনকে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়েছি একই সঙ্গে তাঁর পরিবারের প্রার্থীকে সমর্থন জানিয়ে মিছিল করি আমরা। তপনের ভাইপো মিঠুন আরও বেশি ভোটে জিতবে।”