জে মাহাতো, মেদিনীপুর, ২৬সেপ্টেম্বর:
রাত পোহালেই ধর্মঘট। সেই ধর্মঘটের সমর্থনে পশ্চিম মেদিনীপুর জেলার ১৯ টি জায়গায় বাম দলগুলোর যৌথ প্রচার মিছিল হয়েছে। মেদিনীপুর, ঘাটাল, খড়্গপুর শহর সহ ব্লকগুলিতে বামপন্থী কর্মী-সমর্থকরা প্রচার মিছিল করেন।
মেদিনীপুর শহরে কলেজ ময়দান থেকে ধর্মঘটের সমর্থনে মিছিল হয়। এই মিছিল গোলকুঁয়া, অরোরা, বটতলা, ভীমতলা, নিমতলা, স্কুল বাজার, ছোটো বাজার হয়ে শেশ হয়। মিছিলে অংশগ্রহণ করেন জেলা বাম ফ্রন্টের আহ্বায়ক তরুন রায়, অশোক সেন, শক্তি ভট্টাচার্য ও অন্যান্য জেলা নেতৃত্ব।
ঘাটালশহর, কুঠিঘাট, নারায়নগড়, বেলদা, দাঁতন শহর, ধনেশ্বরপুর, জাহালদা,ক্ষীরপাই, চন্দ্রকোনারোড, গোয়াকতোড়, রামজীবনপুর এলাকাতেও মিছিল হয়েছে। জেলা জুড়ে প্রতিটি গ্রামপঞ্চায়েত এলাকায় ধর্মঘটের সমর্থনে মাইকে প্রচার করা হয়।
রেল, বিমা, ব্যাঙ্ক, শিক্ষক, অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় ও রাজ্য সরকারী কর্মচারী সংগঠনগুলি সহ ১২ জুলাই কমিটির পক্ষ থেকে খড়্গপুর, মেদিনীপুর, ঘাটাল, ঝাড়গ্রাম শহর জুড়ে একাধিক স্থানে ধর্মঘটের সমর্থনে পথসভা সহ মিছিল হয়।