সামাজিক দূরত্ব ভেঙে কলেস্ট্রিটে বামেরা ভাঙলেন পুলিশের ব্যারিকেড

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৬ জুলাই: সামাজিক দূরত্ব ভেঙে কলকাতায় বামেদের কর্মসূচি অব্যাহত। বৃহস্পতিবার কলকাতার কলেজস্ট্রিটে বাম ছাত্র, যুব সংগঠনের সদস্যরা জমায়েত করেন। তাদের অভিযোগ, রাজ্যে করোনার চিকিৎসার জন্য উপযুক্ত পরিকাঠামো নেই। একেরপর এক রোগী বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। তাই বামপন্থী ছাত্র, যুবরা এদিন কলেজস্ট্রিটে জমায়েত হয়েছেন। কলকাতা মেডিকেল কলেজ ঘেরাও করবেন এসএফআই ও ডিআইএফআই কর্মী সমর্থকেরা, হাসপাতালের সুপারকে ঘেরাও করবেন।

বামেদের জমায়েতকে রোখার জন্য কলকাতা পুলিশ ব্যারিকেড করে। কিন্তু বামপন্থী ছাত্র, যুবরা সামাজিক দূরত্ব না মেনেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। একটা সময়ে পুলিশের ব্যারিকেড ভাঙেন বাম সমর্থকরা। বামদের এমন জঙ্গি আন্দোলন নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। বহু বামকর্মী কলেজস্ট্রিটে বিনা মাস্কেই জমায়েতে স্লোগান তুলছেন। গা ঘেষাঘেষি করে মিছিলেও হেঁটেছেন। যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বামদের কর্মসূচির এজেন্ডা অনেক রাজনৈতিক দূরদৃষ্টি মানুষ সমর্থন করবেন, তবে আন্দোলনের পথকে হয়তো একেবারেই নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *