আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩ সেপ্টেম্বর: তৃণমূলের শক্ত ঘাঁটিতে থাবা বসালো গেরুয়া শিবির। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম বিধানসভা এলাকায় ঘাস ফুল ত্যাগ করে পদ্ম শিবিরে যোগদান করল প্রায় ১০০জন কর্মী। বৃহস্পতিবার দুপুরে রাজ্য বিজেপির সহ সভানেত্রী মাফুজা খাতুনের হাত ধরে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম বিধানসভার অন্তর্গত মহিষার গ্রাম পঞ্চায়েতের গোয়াই গ্রামে বিজেপিতে যোগদান করেন তারা। কংগ্রেস, সিপিএম ও তৃণমূল থেকে আসা কর্মীদের হাতে গেরুয়া পতাকা তুলে দেন মাফুজা খাতুন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা উত্তরের বিজেপি জেলা সভাপতি সুজিত দাস সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা।

