আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২ সেপ্টেম্বর: মুর্শিদাবাদ জেলাতে নিত্যদিন বিভিন্ন দল ত্যাগ করে তৃণমূল যোগদান অব্যাহত। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে ধীরে ধীরে শক্তিবৃদ্ধি করছে শাসকদল তৃণমূল কংগ্রেস। বুধবার মুর্শিদাবাদের সালারে দত্তবুরুটিয়া তৃণমূল পার্টি অফিসে ভরতপুর বিধানসভার কো- অর্ডিনেটর তথা সালার ব্লক সভাপতি তথা সালার পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ মহঃ আজাহার উদ্দিন সিজার মিঞার হাত ধরে সালার ব্লকের শিমুলিয়া অঞ্চলের একহাজার সক্রিয় যুবক যুবতী সিপিএম, কংগ্রেস এবং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন।

সালার ব্লক তৃণমূল সভাপতি আজাহার উদ্দিন সিজার মিঞা জানান, ভরতপুর সহ মুর্শিদাবাদ জেলাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উন্নয়নের কাজে যোগদান করছেন। কোভিড সহ আমফান মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে মুখ্যমন্ত্রী কাজ করেছেন তাই বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তারা। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল ভরতপুর সহ মুর্শিদাবাদ জেলাতে ভালো ফল করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

