অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৩ জুন: রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বারের জন্য তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে সর্বত্র দল বদলের হিড়িক পড়ে গেছে। কয়েকদিন আগে বিধানসভা নির্বাচনে যে সমস্ত রাজনৈতিক কর্মীরা বিজেপির হয়ে ভোট করিয়েছিলেন তারাই ভোট পরবর্তী সময়ে তৃণমূলের ছাতার তলায় এসে হাজির হচ্ছেন। রবিবার বিকেলে একটি বড়সড় রাজনৈতিক দলবদলের ঘটনা ঘটে গেল ঝাড়গ্ৰাম জেলার সাঁকরাইল ব্লকে। এদিন সাঁকরাইলের রগড়া ২ নম্বর অঞ্চলের প্রাইমারি বুথের বিজেপির সহ সভাপতি কৌশিক বারিক ও বিজেপির আইটি সেলের সদস্য অনুপ বেরা সহ পাঁচটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন এমনটাই দাবি তৃণমূলের। এদিন বিজেপি থেকে আসা কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রগড়া অঞ্চল কমিটির সদস্য বিশ্বজিৎ পাল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিনের যোগদান সম্পর্কে এক তৃণমূল নেতা বলেন, বিজেপি থেকে আসা সদস্যরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে থেকে কাজ করার জন্য ইচ্ছা প্রকাশ করছিলেন আজ দলের সমস্ত নিয়ম মেনে এদের যোগদান করানো হল।

