সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১৬ ডিসেম্বর: সংশোধিত
নাগরিকত্ব আইনের প্রতিবাদে রবিবার জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ুয়াদের ওপর লাঠিচার্জের পর তাদের আটক করে পুলিশ। রবিবারই এই নিয়ে গর্জে উঠেছিল বিভিন্ন ছাত্র সংগঠন।
সেই ঘটনারই প্রতিবাদে সোমবার কলেজ স্ট্রিট মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাল অল ইন্ডিয়া ডিএসও। সোমবার দুপুরে কলকাতা ইউনিভার্সিটি হল থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়।
অন্যদিকে, তখন প্রেসিডেন্সির বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও বিক্ষোভ মিছিল করে। একইসঙ্গে, কলকাতা বিশ্ব বিদ্যালয়ের সামনে পথ আটকে বিক্ষোভ কর্মসূচি পালন করে এসএফআই।
প্রতিটি ছাত্র সংগঠনই জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর এই পুলিশি নির্যাতনের প্রতিবাদে গোটা দেশজুড়ে সমস্ত ছাত্র সমাজকে গর্জে ওঠার বার্তা দেয়। ছাত্রদের ওপর পুলিশ অত্যাচারের বিরুদ্ধে গোটা ছাত্রসমাজ এক হয়ে লড়াই করবে বলে বার্তা দিয়েছে সমস্ত ছাত্র সংগঠন।