“কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ” শ্লোগান তুলে ওএনজিসি প্রকল্পের সমর্থনে হাবরা-অশোকনগরে মিছিল বাম ছাত্র-যুবদের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৬ ডিসেম্বর: “কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ” ও ওএনজিসি প্রকল্প নিয়ে মিছিল বাম ছাত্র-যুবদের। সিঙ্গুর অস্ত্রেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে ওএনজিসি প্রকল্পের সমর্থনে মিছিল করলেন বাম ছাত্র-যুবরা। সেই সঙ্গে প্রকল্পের জন্য অধিগৃহীত জমির সঙ্গে সংশ্লিষ্ট কৃষকদের ক্ষতিপূরণের দাবিও তুললেন তারা। রবিবার এসএফআই ও ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তর ২৪ পরগনার অশোকনগরে গোলবাজার থেকে ওএনজিসি প্রকল্প পর্যন্ত মিছিলে পা মেলালেন কয়েকশো ছাত্র-যুব। “কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ” শ্লোগান তুলে বাম ছাত্র-যুবরা ওএনজিসি প্রকল্প নিয়ে জটিলতার বিরুদ্ধে সোচ্চার হলেন।

এসএফআই নেতা আকাশ কর এদিন ওএনজিসি প্রকল্পে কৃষকদের ক্ষতিপূরণকে ইস্যু করে বাধা দেওয়ার তীব্র নিন্দা করেন। তিনি সিঙ্গুর প্রসঙ্গ তুলে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আকাশ এদিন বলেন, সিঙ্গুরে শিল্প স্থাপনে বাধা দিয়ে বাংলার স্বপ্নের সমাধি ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেও ওএনজিসি প্রকল্প নিয়ে ঘোলাজলে মাছ ধরার চেষ্টা করছে শাসকদলের কিছু নেতা। কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ করা হয়েছে। কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা রাজ্য সরকারকেই করতে হবে উল্লেখ করে তাঁর দাবি, এমন সম্ভাবনাময় শিল্প গড়তে বাধা দেওয়া যাবে না। রাজ্য সরকারকে ওএনজিসির সঙ্গে আলোচনা করে কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। কৃষকদের জমির কাগজপত্র থাক না থাক, অধিগৃহীত জমির সঙ্গে সংশ্লিষ্ট কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *