খেলার মাঠে রিসর্ট নির্মাণের সিদ্ধান্তের বিরোধিতা বাম ছাত্র, যুবদের

আশিস মণ্ডল, রামপুরহাট, ২৩ নভেম্বর : খেলার মাঠ নষ্ট করে রিসর্ট নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামল ডি ওয়াই এফ আই এবং এস এফ আই। অবিলম্বে সিদ্ধান্ত বদলের দাবি জানিয়ে রামপুরহাট ময়ূরাক্ষী সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ডেপুটেশনে দিল তারা। বিষয়টি নিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বরুণ কুমার দাস।

সেচ দফতর সুত্রে যাব গিয়েছে, বেশ কিছুদিন আগে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ সরকারি রিসর্ট নির্মাণের জন্য সেচ দফতরের কাছ থেকে ১০.০৬ একর জায়গা চেয়ে চিঠি পাঠায়। ওই জায়গার মধ্যে খেলার মাঠ রয়েছে। যেখানে এলাকার মানুষ প্রাতঃভ্রমণ, খেলাধুলো করেন। ফলে ওই জায়গায় রিসর্ট নির্মাণের সিদ্ধান্তের কথা জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেন তারা। প্রতিবাদে সোমবার ডেপুটেশনে দেয় বাম ছাত্র ও যুব সংগঠন।

ডি ওয়াই এফ আইয়ের জেলা সভাপতি অমিতাভ সিং বলেন, “আমাদের দাবি খেলার মাঠে রিসর্ট করার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। জোর করে কাজ করতে গেলে ছাত্র যুব বৃহত্তর আন্দোলনে নামবে”।

এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বরুণ কুমার দাস বলেন, “সেচ দফতরের ২৩ একর জায়গা রয়েছে। তার মধ্যে অধিকাংশ জায়গায় রয়েছে অফিসারদের কোয়ার্টার, অফিস, গুদাম। খেলার মাঠের পরিমাণ ১.০৮ একর। ফলে রিসর্ট করতে গেলে খেলার মাঠ নিতে হবে। আমরা কত জমি ফাঁকা রয়েছে তা পর্ষদকে জানাব। সেই সঙ্গে ছাত্র যুবর ডেপুটেশনের কথা জনাব। এরপর সরকার যা চাইবে তাই হবে। এখানে আমাদের কিছু করার নেই”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *