আমাদের ভারত, ২৮ অক্টোবর: শিল্পপতি আদানির বিরুদ্ধে বামেদের লাগাতার প্রচার নিয়ে মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
শনিবার তথাগতবাবু এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “সারা ভারত থেকে ২৩,০০০ এরও বেশি মানুষ আদানীদের জন্য কাজ করে। বিশ্বে অর্থনৈতিক ইতিহাস রচনা করেছে রকফেলার, ডু পন্টস, ক্রুপস, মিতসুবিসি, বায়ারস। ভারতে টাটা, আম্বানি, আদানিরা। মার্কস বা লেনিন বা মাও দ্বারা নয়। যারা ‘আদানি’ বলে চিৎকার করে তারা এটা মনে রাখুক।”
আদানি গোষ্ঠী হল একটি ভারতীয় বহুজাতিক সংস্থা, যার সদর দফতর আহমেদাবাদে। ১৯৮৮ সালে গৌতম আদানি এই পণ্য ব্যবসায়িক ব্যবসা প্রতিষ্ঠা করেন। এই ব্যবসার মধ্যে রয়েছে বন্দর ব্যবস্থাপনা, বৈদ্যুতিক শক্তি উৎপাদন এবং
ট্রান্সমিশন, নবায়নযোগ্য শক্তি, খনি,
বিমানবন্দর পরিচালনা, প্রাকৃতিক গ্যাস, খাদ্য প্রক্রিয়াকরণ এবং অবকাঠামো। আদানিদের রাজস্বের ৬০ শতাংশেরও বেশি আয় হয় কয়লা-সম্পর্কিত ব্যবসা থেকে।