কুমারেশ রায়, মেদিনীপুর, ১ জানুয়ারি: কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এমন শ্লোগানে শপথ নিলেন জেলার শতশত কৃষক ক্ষেতমজুর মানুষ সহ শ্রমজীবী মানুষ। পশ্চিম মেদিনীপুর জেলার ২২টি ব্লক কেন্দ্র সহ দেড় শতাধিক মানুষ দিল্লিতে কৃষকদের বিদ্রোহকে সম্মতি জানিয়ে সেই আন্দোলন আরও তীব্র করার শপথ নেন। মেদিনীপুর শহরের বটতলাচকে বাম কৃষক সংগঠনগুলি যৌথ ভাবে এই কর্মসূচিতে সামিল হয়।
কৃষক সভার কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব তরুণ রায় কেন্দ্রের বিজেপি সরকারের কর্পোরেট স্বার্থবাহী তিনটি কৃষি আইন আর রাজ্যে তৃণমূল সরকারের ফঁড়েদের স্বার্থবাহী সরকারকে দালল সরকার উল্লেখ করে তীব্র সমালোচনা করেন। তিনি জানান, কেরালার বাম সরকার এই কৃষি আইনের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব গ্রহণ উত্থাপন করে তা রাজ্যে কার্যকর করা হবে না এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর এই রাজ্যে তৃণমূল সরকার প্রসাশনিক ভাবে সেই কালা আইনের বিরুদ্ধে কোনও প্রস্তাব উত্থাপন এখনো পর্যন্ত করেনি। তৃণমূল ও বিজেপি দুই রাজনৈতিক দলের পদক্ষেপ হলে কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী নীতি নিয়ে কর্পোরেট ও ফঁড়েদের দালালি করা। এর বিরুদ্ধে কৃষক শ্রমিক সব সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন আরোও তীব্র করার শপথ নেওয়া হয়। এখানে শপথ বাক্য পাঠ করান কৃষক সভার জেলা সম্পাদক মেঘনাদ ভুঁইঞা।
বাম কৃষক সংগঠনগুলির পক্ষে বক্তব্য রাখেন অশোক সেন, জয়ন্ত পাত্র এবং দিলীপ নায়েক। জেলার খড়্গপুর শহরের তিনটি স্থানে, ঘাটাল শহর সহ ব্লকের চারটি স্থানে, দাসপুর বাজার সহ এই ব্লকের সাতটি স্থানে, ডেবরা বাজার সহ এই ব্লকের ১৪টি স্থানে, সবং, পিংলা, নারায়নগড়, দাঁতন, মোহনপুর, কেশিয়াড়ি, দাঁতন ২, দাসপুর ২ ব্লকগুলিতে এই কর্মসূচি হয়।
সতকুই, গোকুলপুর, চড়কা, খেলাড়, শালবনি, ভাদুতলা, পিড়াকাটা, চন্দ্রকোনারোড, গুইয়াদহ, বহড়াশোল, নয়াবসত, গোয়ালতোড়, হুমগড়, আমলাশুলি, ধাদিকা এমন বহু স্থানে শতশত কৃষক ক্ষেতমজুর পথে নামেন এবং কৃষক বিদ্রোহকে আরোও তীব্র করার শপথ নেন।