আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১ নভেম্বর: অবিলম্বে পর্যাপ্ত সংখ্যায় লোকাল ট্রেন চালাতে হবে, স্বাস্থ্য বিধি মেনে লোকাল ট্রেনে হকারদের হকারি করতে দিতে হবে, বিভিন্ন রেল স্টেশন সংলগ্ন এলাকায় ছোট ব্যবসায়ীদের দোকান খোলার অনুমতি দিতে হবে ইত্যাদি একগুচ্ছ দাবি নিয়ে সিটু উত্তর ২৪ পরগনা জেলা সংগঠনের উদ্যোগে ব্যারাকপুর রেল স্টেশন চত্বরে অনুষ্ঠিত হল প্রকাশ্য গণ কনভেনশন। এই গণ কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, “আনলক সময়ে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যার কথা ভেবে পর্যাপ্ত সংখ্যায় লোকাল ট্রেন চালানোর ব্যবস্থা করা উচিত রাজ্যে। স্বাস্থ্যবিধি মেনেই ট্রেন চালু করুক কেন্দ্র। যারা ছোট খাট কাজ করেন, যাদের দৈনিক রোজগার ৩০০ বা ৪০০ টাকা তাদের এখন দৈনিক যাতায়াতে ১৫০/২০০ টাকা খরচ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে পারে না। গণ পরিবহন ব্যবস্থা ছাড়া অন্য কোনও উপায় খোলা নেই আম জনতার সামনে।”
এই অনুষ্ঠানে এসে রাজ্যপালের ভূমিকার সমালোচনা করেন সুজন চক্রবর্তী বলেন, “উনি নিজের কি কাজ তাই ভুলে গেছেন। এত ঘন ঘন সাংবাদিক সম্মেলন করলে রাজ্যপালের পদ মর্যাদা থাকে না।” উত্তর ২৪ পরগনা জেলার সিটুর এদিনের গণ কনভেনশনে সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়, ফরোয়ার্ড ব্লক নেতা হরিপদ বিশ্বাস সহ অন্যান্যরা।