Sukanta Majumdar, Ashok Bhattacharya, উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার সুকান্ত মজুমদারের দাবির শরিক বাম নেতা অশোক ভট্টাচার্যও

আমাদের ভারত, ২৫ জুলাই: উত্তরবঙ্গের ৮ জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর তা নিয়েই রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে। কিন্তু সুকান্ত মজুমদারের এই মতের শরিক হয়েছেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। তাঁর দাবি, সিপিএমের তরফেও আগে এই দাবি তোলা হয়েছিল।

অশোক ভট্টাচার্যের দাবি, বহু আগেই নাকি সিপিএমের বর্তমান সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এই একই দাবি জানিয়েছিলেন। যদিও রাজ্যের শাসক দল তৃণমূল বলেছে, বাম- রাম এক হয়ে রাজ্য ভাগের চক্রান্ত করছে।

সুকান্ত মজুমদারের বক্তব্যের প্রেক্ষিতে বাম আমলের মন্ত্রী ও শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেছেন, উত্তরবঙ্গের মানুষ সামগ্রিক উন্নয়ন চান। উত্তরবঙ্গের মানুষের মনের মধ্যে বঞ্চনার কষ্ট রয়েছে। তারা সম্মান চান। আমি তখন মন্ত্রী ছিলাম, সংসদে স্ট্যান্ডিং কমিটিতে বিষয়টি তুলেছিলেন সীতারাম ইয়েচুরি। তিনি বলেছিলেন যে সুবিধা সিকিম পাচ্ছে সেটা কেন পার্শ্ববর্তী দার্জিলিং পাবে না? কেন্দ্রীয় প্রকল্পে অন্যান্য রাজ্যে ৫০ শতাংশ অর্থ দিতে হয়। উত্তর পূর্বের ক্ষেত্রে ৯০% কেন্দ্রীয় সরকার বহন করে। ফলে উত্তরবঙ্গ উত্তর পূর্বের অন্তর্ভুক্ত করা হোক, তিনি রাজ্য ভাগ চাননি। যদিও সুকান্ত মজুমদারের দাবি প্রসঙ্গে তাঁর মন্তব্য, “সুকান্তবাবু ঠিক কী বলতে চাইছেন সে ব্যাপারে আমি জানি না, সিতারাম যে বিষয়টি বলেছিলেন সেটাই আমি বললাম।” অর্থাৎ সরাসরি সুকান্ত মজুমদারকে সমর্থন না করলেও উত্তর-পূর্বের রাজ্য গুলির মতোই উত্তরবঙ্গ সুযোগ সুবিধা পাক সেটা একসময়ের দাপুটে বাম নেতা অশোক ভট্টাচার্যও যে চান সেটা এক রকম পরিষ্কার।

তবে সুকান্ত মজুমদার ও অশোক ভট্টাচার্যের মতের মিল নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য জানিয়েছেন, বাম- রাম একই ছিল। এতদিন খালি তৃণমূলকে হারাতে এক হয়েছিল। এবার রাজ্য ভাগ করতে ওরা এক হয়েছে।

প্রসঙ্গত, বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন সুকান্ত মজুমদার। ওই বৈঠকে উত্তরবঙ্গ নিয়ে একটি প্রস্তাব জমা দেন তিনি। এই নিয়ে সুকান্ত মজুমদার বলেন, এতদিন উত্তরবঙ্গের উন্নয়ন হয়নি বলেই বারবার নানা দাবি ওঠে। উত্তর-পূর্বের রাজ্য গুলির উন্নয়নে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে অন্তর্ভুক্ত করলে উন্নয়নে গতি আসবে। এতে রাজ্য সরকারের আপত্তি থাকবে না বলে মনে করি। এতে রাজ্যের উন্নতি হবে।

শিক্ষা মন্ত্রকের পাশাপাশি উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র উত্তরবঙ্গের বালুরঘাট। ফলে উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ থেকে মুক্ত করতে এই কাজ তিনি করেন বলে দাবি করেছে বঙ্গ বিজেপির নেতারা। রাজ্যে সভাপতির পাশে এই ইস্যুতে দাঁড়িয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তাঁর কথায়, উত্তরবঙ্গের সঙ্গে বিমাতৃত্ব সুলভ আচরণ করে আসছে রাজ্য সরকার। আমাদের ভাষা, সংস্কৃতি ভৌগোলিকভাবে উত্তর-পূর্বের বেশি কাছাকাছি। ফলে সুকান্ত মজুমদারের প্রস্তাবে প্রধানমন্ত্রী সায় দিলে উত্তরবঙ্গের উন্নয়ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *