আমাদের ভারত, জলপাইগুড়ি, ২২ ফেব্রুয়ারি: পূর্বে ঘোষিত কর্মবিরতিতে থাকা শিক্ষক ও সরকারি কর্মীদের উপর অত্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়ে ধিক্কার দিবস পালনে সামিল হলেন সরকারি কর্মী, শিক্ষকদের বাম যৌথ মঞ্চ। বুধবার জলপাইগুড়ি জেলাশাসকের দফতরের ভিতরে সরকারি কর্মীরা আন্দোলনে সামিল হলেন।
অভিযোগ, পশ্চিম মেদেনীপুর জেলা সহ বিভিন্ন জায়গায় কর্মবিরতিতে থাকা কর্মীদের আক্রমণ করে শাসক দলের গুণ্ডারা। এই অভিযোগ তুলে আন্দোলনে নামলের তাঁরা। কর্মবিরতি থাকায় শাসক দলের পক্ষ থেকে বিভিন্নভাবে কালা আইন করে আন্দোললন দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। এর প্রতিবাদে ও নায্য অধিকার অর্জনের দাবি তুলে আন্দোলন অব্যাহত বলে জানালেন রাজ্য কো-অডিনেশনের জেলা সম্পাদক মনোজিৎ দাস। তিনি বলেন, “শাসক দলের গুন্ডা দিয়ে আমাদের আন্দোলন দমন করা যাবে না। ৯ মার্চ এর প্রতিবাদে সংগ্রামী যৌথ মঞ্চ ও সংগ্রামী মঞ্চের তরফে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।