Left Front, SUCI, Liberation, কংগ্রেস নয়, এসইউসিআই লিবারেশনকে নিয়ে বৃহত্তর বাম জোট গড়ে ভোট ময়দানে নামবে বামফ্রন্ট

আমাদের ভারত, ২৮ নভেম্বর: আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্টের বৈঠকে বৃহত্তর বাম ঐক্য গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বামফ্রন্টের শরিক দল ছাড়াও লিবারেশন, এসইউসিআই সহ বাম মনোভাবাপন্ন দলগুলিকে নিয়ে বৃহত্তর বাম জোট গড়ে তোলা হবে।

বাম ঐক্য হলে সে ক্ষেত্রে লিবারেশন ও এসইউসিআই- এর জন্য বিধানসভা ভোটে আসন দেওয়া হবে বামফ্রন্টের তরফে। অবশ্য এখনো প্রকাশ্যে কিছুই বলা হয়নি বাম বৃহত্তর ঐক্যের বিষয়ে। সিপিএমের নেতৃত্বাধীন বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতায় এসইউসিআই- এর বক্তব্য এখনো জানা যায়নি।

তবে ফ্রন্টের এক শরিক দলের নেতার কথায়, লিবারেশন এবং এসইউসিআই’কে নিয়েই আমাদের বৃহত্তর ঐক্য হবে।

পাশাপাশি বৃহস্পতিবার বামফ্রন্টের বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, ১০ ডিসেম্বর নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ হবে। ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। অনেক বৈধ ভোটারের নামও বাদ যাবে বলে বাম নেতাদের আশঙ্কা। আর সেই বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার প্রতিবাদে ১০ তারিখ বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে।

অন্যদিকে ২৯ নভেম্বর থেকে সিপিএমের বাংলা বাঁচাও যাত্রা শুরু। সেই কর্মসূচিতে বাম শরিক দলের নেতৃত্বকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আলিমুদ্দিন বাংলা বাঁচাও যাত্রা নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে। সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম বলেন, রুটি- রুজি- শিক্ষা ও স্বাস্থ্য মানুষের দৈনন্দিন দাবি দাওয়া গুলো উঠে আসবে বাংলা বাঁচাও যাত্রায়। বহুমাত্রিক এই যাত্রায় প্রান্তিক মানুষের কথা উঠে আসবে।

শনিবার কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হবে বাংলা বাঁচাও যাত্রা। ১৭ ডিসেম্বর শেষ হবে কামারহাটিতে। সেলিম বলেন, কোচবিহারে পঞ্চানন বর্মা এবং আব্বাস উদ্দিনের জন্মস্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বাংলা বাঁচাও যাত্রায় জেলাগত ভাবে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মিছিল হবে। বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া জেলা ভিত্তিক মিছিল হবে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি জেলা মিছিল করে মূল ধারায় যুক্ত হবে। পদযাত্রায় বাইক মিছিল হবে জেলা ও স্থানীয় স্তরের স্থানীয় দাবিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *