স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ মে:
তাহেরপুর পৌরসভা নিয়ে তিনদিন ধরে লাগাতার বিক্ষোভ বামফ্রন্টের। প্রশাসক মন্ডলীতে দুই তৃণমূল সদস্যকে বসানোর প্রতিবাদে তারা আজও বিক্ষোভ দেখাল।
উল্লেখ্য, তাহেরপুর পৌরসভায় আজ থেকে প্রশাসক বসেছে। প্রশাসক করা হয়েছে বামফ্রন্টের যিনি চেয়ারম্যান ছিলেন তাঁকেই। কিন্তু যে কমিটি করা হয়েছে সেখানে তৃণমূলের দুই কাউন্সিলরকে রাখা হয়েছে। বামফ্রন্টের অভিযোগ, কলকাতা এবং বিভিন্ন জায়গায় যেখানে তৃণমূল ক্ষমতায় ছিল সেখানে কোথাও প্রশাসক মন্ডলীতে প্রশাসক মন্ডলীর সদস্য হিসেবে কোনও বিরোধী দলের কাউন্সিলারকে রাখা হয়নি। তবে তাহেরপুর পৌরসভায় রাখা হল কেন? এই নিয়ে তিন দিন ধরে তারা বিক্ষোভ দেখাচ্ছে।
প্রথম দিন তারা রাজ্য সরকারের নগরোন্নয়ন এবং পৌর দপ্তরের ঐ বিজ্ঞপ্তির বিরুদ্ধে পৌরভবনেই প্রতিবাদ জানায়। দ্বিতীয় দিন তারা দেড় ঘণ্টা অবস্থান বিক্ষোভ করে এবং প্রতিবাদের স্বপক্ষে দলীয় বক্তব্য রাখেন। রবিবারও প্রশাসক মন্ডলীর সদস্য পদে দুই
কাউন্সিলারকে যুক্ত করার প্রতিবাদে তাহেরপুর পৌরসভার ১৩ টা ওয়ার্ডেই সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবাদ মিছিল কর্মসূচি নেওয়া হয় বামফ্রন্টের তরফ থেকে।