আমাদের ভারত, ব্যারাকপুর, ১৮ ফেব্রুয়ারি: কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে অবিলম্বে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সারা দেশে রেল রোকো কর্মসূচি পালন করল বাম ও কংগ্রেস জোট। এদিন সোদপুর স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। প্রথমে স্টেশন চত্বরে মিছিল করে আপ কৃষ্ণনগর লোকাল আটকে অবরোধ কর্মসূচি চালায় বিক্ষোভকারীরা। এরপর নেতৃত্বে পক্ষ থেকে জানানো হয় অফিস ফেরত যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে তারা আজ প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করে অবরোধ তুলে নিচ্ছেন, আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবে বাম কংগ্রেস জোট।