আমাদের ভারত, নদীয়া, ২৫ সেপ্টেম্বর: কেন্দ্রের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে এবং বিজেপি সরকারের কৃষি সংস্কার বিল প্রত্যাহারের দাবিতে শুক্রবার বাম-কংগ্রেস একজোট হয়ে নদিয়ার বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালন করল। কল্যাণী শহর জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কৃষি সংস্কারের বিলকে কৃষি সংহারের বিল বলে কটাক্ষ করা হয়। কল্যাণী শহর কংগ্রেস কমিটির সভাপতি আশীষ চৌধুরী কেন্দ্রের এই কৃষি নীতির বিরুদ্ধে প্রচার করেন যে এই কৃষি বিল কৃষকদের জীবনে আনবে যন্ত্রণা আর জ্বালা। এ বিল কৃষকদের সংস্কারের জন্য নয় সংহারের জন্য।
পাশাপাশি এদিন বামেদের তরফ থেকে কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় এবং নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়। এছাড়াও ধুবুলিয়ার নতুন বাজারের কাছেও রাস্তা অবরোধ করা হয়। সিপিএম লিবারেশনের নদিয়া জেলার সম্পাদক সুবিমল সেনগুপ্ত জানান, আজ কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে শুধু ধুবুলিয়া নয় নদিয়ার বাইশটা জায়গায় আমরা এই নীতির বিরুদ্ধে প্রতিবাদ সংঘটিত করেছি। সারাদেশে পাঞ্জাব, হরিয়ানা উত্তরপ্রদেশে বনধ পালিত হচ্ছে। আমরা কেন্দ্রের এই কৃষি বিলের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রচার আন্দোলন চালিয়ে যাব।