আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৯ জানুয়ারি: মঙ্গলবার বিকেলে উত্তর ২৪ পরগনার অশোকনগর- কল্যাণগড় পুরসভা সামনে অস্থায়ী মঞ্চ বেঁধে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করল বাম-কংগ্রেস। বেলা ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই অবস্থান-বিক্ষোভ। এরপর বাম কংগ্রেসের একটি প্রতিনিধি দল পুরসভার প্রশাসক প্রবোধ সরকারের কাছে পাঁচ দফা দাবিতে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, অবিলম্বে পুর ভোট করতে হবে, সমস্ত পুরো পরিষেবা বিপর্যস্ত তাই রাস্তাঘাট মেরামত, নর্দমা সাফাই করতে হবে। পাশাপাশি অশোকনগর বাইগাছিতে ওএনজিসি প্রকল্প এলাকায় চাষীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন দিতে হবে। কয়েক মাস ধরে আবাস যোজনার বাড়ির টাকা উপভোক্তাদের না মেলা নিয়েও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এদিনের বাম কংগ্রেসের যৌথ কর্মসূচির অন্যতম দাবি ছিল, গত পুরবোর্ডে প্রায় তিন কোটি টাকা দুর্নীতি হয়েছে তা ফেরত আনতে হবে এবং বর্তমান বোর্ডকে টাকার হিসেব দিয়ে যেতে হবে এমনটা উল্লেখ করা হয় স্মারকলিপিতে।