স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৮ জুন: গত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী দেওয়া নিয়ে কংগ্রেস -সিপিএমের টানাপোড়েনে আসন সমঝোতা ভেস্তে গিয়েছিল। সি পি এম ও কংগ্রেস নিজেদের অবস্থানে অনড় থাকায় দু দলই প্রার্থী দেওয়ায় অংকের জটিল সমীকরনে প্রথম বারের জন্য এই কেন্দ্রে জয় পায় বিজেপি। এনিয়ে দু’দলের সম্পর্ক তলানীতে ঠেকেছিল। তবে ২১ এর বিধানসভা নির্বাচনের আগে ফের একসঙ্গে পথ চলা শুরু করলো কংগ্রেস ও বামফ্রন্ট। পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি ইস্যুতে সোমবার দুদল একসঙ্গে আন্দোলনে নামলো রায়গঞ্জে। এদিন রায়’গঞ্জের ঘড়িমোড়ে বিজেপি সরকারের বিরুদ্ধে ধিক্কার কর্মসূচি পালিত হয়। অপূর্ব পাল,শ্রীকুমার মুখার্জি, গোকুল রায়, মোহিত সেনগুপ্ত, পবিত্র চন্দ সহ দুদলের নেতৃত্ব কর্মসূচীতে উপস্থিত ছিলেন।