আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২ ফেব্রুয়ারি: বারাসত বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়ী হল বাম–কংগ্রেস জোট, অন্যদিকে বাম, কংগ্রেসের থেকে এককভাবে এগিয়ে রইল তৃণমূল কংগ্রেস। এই নির্বাচনে বিজেপির কোনও প্রার্থী জয়ী হতে পারেননি।
আজ উত্তর ২৪ পরগনা বসিরহাট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়ী হয়েছে বাম–কংগ্রেস জোট। জেলাসদর বারাসাতেও এই জোট জয়ের ধারা বজায় রাখল তারা। করোনা মহামারীর কথা মাথায় রেখে কয়েকটি ধাপে বারাসত বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়। নির্বাচন কমিশনার পরাগ রঞ্জন পাল সব রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেন পাঁচদিনের নির্বাচন প্রক্রিয়া শেষ করা হবে। সেইমত গত ২৮ এবং ২৯ জানুয়ারি দুইদিন ভোটগ্রহণ হয়। গণনা হয় তিনদিন ধরে। ৩০ জানুয়ারি, ১ এবং ২ ফেব্রুয়ারি ভোট গণনা হয়। মোট আসন ছিল ১৩টি। গণনা শেষে দেখা যায়, বাম–কংগ্রেস জোটের জয়ী হয়েছেন ৮ জন, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পাঁচজন জয়ী হয়েছেন। এককভাবে বাম এবং কংগ্রেসের ৪জন করে জয়ী হয়েছেন। তৃণমূল এককভাবে পাঁচটি আসন পেয়েছে। বিজেপির ভাঁড়ার শূন্য। এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের আইনজীবী সদস্য সন্দীপ চট্টোপাধ্যায় জানান, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এককভাবে এই সংখ্যাগরিষ্ঠতা দলের কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে সাহায্য করবে।

ছবি: ভোট গণনা কেন্দ্র।

