৭ দফা দাবিতে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে মিছিল করে ডেপুটেশন দিল বাম কংগ্রেসে জোট

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৬ অক্টোবর:
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থেকে ছাতিনাশোল পর্যন্ত প্রায় ৪ কিমি মিছিল করে গোপীবল্লভপুর ১নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দিল সিপিএম ও কংগ্রেস জোট সংগঠনের কর্মী-সমর্থকরা।

এদিন কৃষিতে ব্যবহৃত বিদ্যুতের ইউনিটের দাম কমানো, যাদের প্রয়োজন তাদের মাথাপিছু ১০ কেজি করে প্রতিমাসে খাদ্যশস্য দিওয়া, রেগা প্রকল্পে বছরে ২০০ দিন কাজ ও দৈনিক ৬০০ টাকা করে মজুরি দেওয়া, পরিযায়ী শ্রমিক সহ গরিব পরিবারগুলোকে প্রতি মাসে ৭৫০০ টাকা করে সাহায্য করার দাবি সহ ৭ দফা দাবি নিয়ে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি প্রদান করে ডেপুটেশন জমা দিল বাম কংগ্রেস জোট সংগঠনের কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার সিপিআইএমের সাধারণ সম্পাদক পুলিনবিহারী বাস্কে, বিশ্বরঞ্জন খামরি, স্বপন পাল, মিহির মাইতি, শোভন পাল সহ বাম-কংগ্রেস জোটের একাধিক কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *