পার্থ খাঁড়া, মেদিনীপুর, ১৪ জুলাই: ভোটের ফল বেরানোর পর থেকেই বিভিন্ন এলাকায় জয়ী প্রার্থীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। এ বার সরাসরি বাম থেকে তৃণমূলে যোগ দিলেন আফরোজা বেগম। সিপিএমের প্রতীকে লড়ে মানুষের ভোট নিয়ে জয়ী হয়েছেন আফরোজা বেগম। কিন্তু জয়ের পরেই তিনি যোগ দিলেন তৃণমূলে। রাজনৈতিক মহলে এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
পশ্চিম মেদিনীপুরে বেশিরভাগ আসনে তৃণমূল জয়লাভ করলেও খড়্গপুর-সহ কয়েকটি জায়গায় বেশ কয়েকটি আসন পেয়েছে বিরোধীরা। খড়গপুর গ্রামীণ এলাকার বড়কলা গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর প্রতীকে এ বার লড়ে ছিলেন আফরোজা বেগম।
তবে ফল ঘোষণার কয়েক ঘণ্টা পরেই তিনি যোগ দেন তৃণমূলে। তাঁর বক্তব্য, রাজ্য সরকারের উন্নয়নের সামিল হতেই তার সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান। শুধু জয়ী প্রার্থী একা নন, তাঁর সাথে তার বেশ কিছু অনুগামীও যোগ দিলেন তৃণমূলে। মেদিনীপুর শহরের দলীয় কার্যালয়ে তার হাতে পতাকা তুলে দেন জেলা সভাপতি সুজয় হাজরা।

প্রসঙ্গত, বড়কলা গ্রাম পঞ্চায়েতে ৩০ আসনের মধ্যে ১৪টি পেয়েছিল তৃণমূল, বিজেপি পেয়েছিল ১৩টি, নির্দল দু’টি এবং সিপিএম একটি। স্বাভাবিকভাবে ওই গ্রাম পঞ্চায়েতে ত্রিশঙ্কু অবস্থা তৈরি হয়েছিল। তবে এ দিন সিপিএম প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে আর সমস্যাই রইল না শাসকদলের।

