কেশিয়ায়িতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ জুলাই: বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল সাফল্যের পর গেরুয়া শিবিরে ভাঙন অব্যাহত। বিজেপির একসময়ের শক্ত ঘাঁটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে মঙ্গলবার কেশিয়াড়ি ব্লকের ঘৃতখাম ১ নং অঞ্চলের বারিদা বুথে ৫০টি পরিবারের প্রায় ২৫০ জন বিজেপি সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এঁরা মূলত প্রান্তিক আদিবাসী পরিবারের।

এদিন যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব কল্পনা শিট, ব্লক সভাপতি অশোক রাউত, কেশিয়াড়ি ব্লকের সহ সভাপতি পবিত্র শিট, অঞ্চল সভাপতি সমীর আদক।

তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নে সামিল হতে বিজেপি সমর্থকরা তৃণমূলে যোগ দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *