জেলা সভাপতিকে অন্ধকারে রেখে পুরুলিয়ায় যোগদান পর্ব তৃণমূলে

আমাদের ভারত, পুরুলিয়া, ২ আগস্ট: বিজেপি থেকে দলে যোগ দিলেন এক ঝাঁক পরিবার অথচ, তৃণমূল জেলা সভাপতি জানতেই পারলেন না। আজ পুরুলিয়া জেলার আড়ষা ব্লকের হেঁসলা অঞ্চলের সালইডহর সংসদের প্রায় ৩০টি পরিবার তৃণমূলে যোগ দিল। পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতো তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন। পুরুলিয়া শহরের রাঁচি রোডে দলের এক অস্থায়ী কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হলধর মাহাতো সহ কয়েকজন জেলা নেতা।

সদ্য দায়িত্ব পাওয়া পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু এই বিষয়ে বলেন, “আমাকে কেউ কোনও কিছু তো জানাননি। এমন কি যোগদান পর্বের পরেও কোনও তথ্য জানানো হয়নি” বলে জানান তৃণমূল জেলা সভাপতি।

এদিনের এই ঘটনা দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব আরও পরিষ্কার হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেদিনের ঘটনাকে ভালোভাবে নিচ্ছেন না জেলা সভাপতি বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে এদিন জানান তৃণমূল জেলা সভাপতি গুরুপদ টুডু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *